fbpx
  • 8910533025
  • contact@onlineastrologycourse.in
  • Kolkata WB India
online astrology course news
Online Master in Astrology Program Bengali

Online Master in Astrology Program Bengali

astrology-course


জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠ

কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পাঁশকুড়া, মেদিনীপুর, হাওড়া, বহরমপুর, মালদা শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, পোর্ট ব্লেয়ার।
‘জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠ’ এর বিভিন্ন সেন্টারে জ্যোতিষ শিক্ষার মাস্টার ইন বৈদিক জ্যোতিষ (মি.ভা), Master in Vedic Astrology (MIVA) এক বছরের, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হয়। কোর্স ফি মাসে ২০০০ টাকা. কিন্তু বহু ছাত্র-ছাত্রী দূরবর্তী অঞ্চলে থাকার জন্য, আসা যাওয়া সময়ের অসুবিধার জন্য ক্লাসগুলো করার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে কোর্স কমপ্লিট করতে পারেন না। এছাড়া বহু ছাত্র-ছাত্রী আছেন যারা মানসিকভাবে জ্যোতিষ শিক্ষার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সময়ের অভাবে ক্লাসে উপস্থিত থেকে জ্যোতিষ শিখতে পারেন না,সেইসব ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য অনলাইন ঘরে বসে নিজের পছন্দমতো সময়ে জ্যোতিষ শিক্ষার জন্যই এই ‘জ্যোতিষতীর্থ বিদ্যাপীঠ’ অ্যান্ড্রয়েড অ্যাপস, অনলাইন জ্যোতিষ শিক্ষা কোর্স তৈরি করা হয়েছে।

online advance astrology course in india low cost
কিভাবে জ্যোতিষ শিখব?
‘Jyotish Tirtha Vidyapeeth’ এই অ্যান্ড্রয়েড অ্যাপস, গুগল প্লে-স্টোর থেকে ফ্রী ডাউনলোড করতে হবে।

অনলাইনে জ্যোতিষ শিখতে কি কি লাগবে?
১) স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার, যার মাধ্যমে আপনি জ্যোতিষ শিখবেন।
২) মোবাইল ফোন নাম্বার (হোয়াটসঅ্যাপ নম্বর  হলে ভালো)
৩) ই-মেইল।

(Professional) Master in Vedic Atrology কত দিনের কোর্স ?
জ্যোতিষ শিক্ষার প্রফেশনাল অ্যাডভান্স কোর্স ‘Master in Vedic Astrology (MIVA)’ এক বছরের কিন্তু অনলাইন এই এক বছরের সম্পূর্ণ কোর্স ছয় মাসে, ১৮০ টা ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস-এর মাধ্যমে,(৬ মাস) ১৮০ দিনে সম্পন্ন করা হবে। দ্রুততার সঙ্গে কোর্স কমপ্লিট করার জন্য প্রতিদিন একটা করে ভিডিও  পাবেন। এক বছর ধরে আপনি যতবার ইচ্ছে ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস দেখতে ও শিখতে পারবেন। ভিডিও ক্লাস বুঝতে না পারলে ‘জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ’- এর অ্যান্ড্রয়েড অ্যাপস হোয়াটসঅ্যাপ চ্যাট এর মাধ্যমে প্রশ্ন করতে পারবেন এবং উত্তর পাবেন।

কোন ভাষাতে শেখানো হবে?
বাংলা ভাষায় ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস-এর মাধ্যমে শেখানো হবে ।

শিক্ষা সম্পন্ন হওয়ার পর  সার্টিফিকেট পাবো?
হ্যাঁ, 6 মাসের  কোর্স কমপ্লিট করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এছাড়াও আপনি অনলাইন পরীক্ষা দিয়ে ‘Master in Vedic Astrology (MIVA)’ সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন ।

কোর্স ফি কত?
আমাদের সেন্টারে রেগুলার এক বছরের মাস্টার ইন বৈদিক জ্যোতিষ (মি.ভা) শিক্ষার কোর্স ফি মাসে ২০০০₹ অর্থাৎ এক বছরের জন্য-
২০০০₹ × ১২ = ২৪,০০০ ₹
এই এক বছরে ২৪,০০০ ₹ সম্পূর্ণ কোর্স আপনি খুব অল্প সময়ে, ছয় (৬) মাসে সম্পূর্ণ করতে পারবেন কেবল মাত্র – ১২০০০ ₹ ( রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের জন্য ৮০০০ ₹ )

কিভাবে পেমেন্ট করতে হবে ?
Part l
90 videos (3 months) 90 days
প্রথম তিন মাস নব্বইটা ভিডিও জন্য পেমেন্ট করতে হবে
1st payment –   ৬১৯৯ ₹ ( রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের জন্য ৪৪৯৯ ₹ )

Part ll
90 videos (3 months) 90 days
পরবর্তী তিন মাসের 90 টা ভিডিওর জন্য পেমেন্ট করতে হবে
2nd payment –   ৬১৯৯ ₹ ( রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের জন্য ৪৪৯৯ ₹ )

সুবর্ণ সুযোগ
কিছু দিনের জন্য জ্যোতিষ উৎসাহী ছাত্র-ছাত্রীদের এবং রেগুলার ছাত্র-ছাত্রীদের জন্য যারা একই সঙ্গে পার্ট 1 ও পার্ট 2 অর্থাৎ ১৮০ টা ভিডিও ,(৬ মাস), ১৮০ দিনে শেখার জন্য রেজিস্ট্রেশন করবেন এখন তাদের লাগবে কেবলমাত্র – (part 1) + ( part 2)
TOTAL১২০০০ ₹ ( রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের জন্য ৮০০০ ₹ )
জ্যোতিষ শিক্ষা কোর্সে নাম রেজিস্ট্রি করার এক মিনিট পর থেকেই আপনি জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু করতে পারবেন।
Registration



প্রফেশনাল জ্যোতিষ শিক্ষার  Master in Vedic Astrology (MIVA) কোর্সে কি কি শেখানো হবে?

প্রফেশনাল অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি কোর্স-এ অতি উচ্চ পর্যায়ের গবেষণালব্ধ ফলাদেশ ও বৈদিক বিভিন্ন জ্যোতিষ গ্রন্থের গুপ্ত সূত্রাবলী যা সহজবোধ্য নয়, সেই সূত্রাবলী খুবই সহজ ভাবে জ্যোতিষগুরু স্যার শ্রীআশুতোষ তার চল্লিশ(৪০) বছরের জ্যোতিষ অভিজ্ঞতার মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীদের সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবেন, যাতে সকল ছাত্র-ছাত্রী ভবিষ্যতে উচ্চপর্যায়ে জ্যোতিষ জ্ঞান অর্জন করতে পারে এবং পেশাগতভাবে সফলতা ও সুনাম অর্জন করতে পারে।

Syllabus


✓ জন্মছক বিচারের বিভিন্ন গুপ্ত গবেষণামূলক সূত্র বিশ্লেষণ।
✓‌ দ্বাদশ ভাবের বিভিন্ন সূত্র ও গবেষণামূলক অভ্রান্ত ফলাদেশ লগ্ন ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা।
দ্বিতীয় ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। তৃতীয় ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। চতুর্থ ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। পঞ্চম ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। ষষ্ঠ ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। সপ্তম ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। অষ্টম ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। নবম ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। দশম ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। একাদশ ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা। দ্বাদশ ভাব বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার ও আলোচনা।
✓ ২৭টি নক্ষত্রের গবেষণামূলক আলোচনা পরিচয়।
✓ বিভিন্ন গ্রহ ও ভাবাধিপতির বিভিন্ন নক্ষত্রে অবস্থানগত ফল।
✓ বিংশোত্তরী দশা,অন্তর্দশা প্রত্যান্তরদশা ফলাদেশ বিচার।
✓ বিংশোত্তরী দশার বিভিন্ন সূত্র ও ফলাদেশ বিচার।
✓ বিভিন্ন গ্রহের গোচর ফল বিচার।
✓ দ্বাদশ ভাবের গোচর ফল বিচার ও গবেষণামূলক বিশ্লেষণ।
✓ বিভিন্ন জন্মছক বিচার ও গবেষণামূলক আলোচনা।

Registration

How to Start !?

Get the best opportunity on Online Master in Astrology Program in India

We are presenting a great opportunity to start a course on vedic astrology advance learning online, our aim to make a great friendship and bonding with our learning and lessons on vedic astrology, we are growing up with a unique course module on online astrology course in India

Importance of Online Master in Astrology Program India

Which peoples are enthusiastic on Indian vedic jyotish they must know about our lessons on vedic astrology although our lessons based on Bengal or eastern rules, those peoples must have the opportunity to get connect with us by online. We designed our courses step by steps, you can understand our easy tutorials guide and can grow up your knowledge.

Course Details

* Our course based on 180 tutorials by 180 days schedules
* Our course fees is Only 12000/- INR. (Installment 6199/-) for New Students & a 8000/- INR. (Installment 4499/-) for Registered Students
* You can continue our course by from your Desktop PC or Laptop also from Our App
* Get the complete syllabus and more course details here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Download Our App



Developed and Maintained by Mitsoft