19B Narkel Danga North Road Kolkata 700011 WB India

How to Start Course

how-to-learn-online-astrology-course

How to start online astrology course easy

অনলাইনে জ্যোতিষ শিখতে কি কি লাগবে ?

১) স্মার্ট মোবাইল ফোন বা কম্পিউটার, যার মাধ্যমে আপনি জ্যোতিষ শিখবেন।
২) মোবাইল ফোন নাম্বার (হোয়াটসঅ্যাপ নম্বর হলে ভালো)
৩) ই-মেইল।

  কত দিনের কোর্স ?
জ্যোতিষ শিক্ষার কোর্স অনলাইন ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস-এর মাধ্যমে, সম্পন্ন করা হবে। দ্রুততার সঙ্গে কোর্স কমপ্লিট করার জন্য প্রতিদিন একটা করে ভিডিও পাবেন। এক বছর ধরে আপনি যতবার ইচ্ছে ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস দেখতে ও শিখতে পারবেন। ভিডিও ক্লাস বুঝতে না পারলে ‘জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ’- এর অ্যান্ড্রয়েড অ্যাপস হোয়াটসঅ্যাপ চ্যাট এর মাধ্যমে প্রশ্ন করতে পারবেন এবং উত্তর পাবেন।

কোন ভাষাতে শেখানো হবে ?
বাংলা ভাষায় ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালস-এর মাধ্যমে শেখানো হবে ।

শিক্ষা সম্পন্ন হওয়ার পর সার্টিফিকেট পাবো ?
হ্যাঁ, তিন মাসের কোর্স ভিডিওর, 90 শতাংশ ভিডিও কোর্স কমপ্লিট করার পর আপনি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এছাড়াও আপনি অনলাইন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন ।
জ্যোতিষ শিক্ষা কোর্সে নাম রেজিস্ট্রি করার এক মিনিট পর থেকেই আপনি জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু করতে পারবেন।




বিজ্ঞপ্তি: যে নামে (Name) কোর্স রেজিস্ট্রেশন (form fill up) করা হবে, সেই নামেই ভবিষ্যতে কোর্স কমপ্লিট করার পর সার্টিফিকেট ইস্যু করা হবে ।

How to Start !?

—-



After Registration

HOW TO START MY COURSE ? রেজিস্ট্রেশনের পর কিভাবে কোর্স শুরু করবো ?

Download Our App

how-to-learn-online-astrology-course-fees-criteria
how-to-learn-online-astrology-course-fees-class
Or Start your Course by login from here

Hopefully You could understand all

Thank you

💬 Ask to JT
 Jyotish Tirtha Assistant
Developed & Maintainig by Mitsoft